৩৯ বছর বয়সে না ফেরার দেশে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রত্ন। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।.
গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।.
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমরাবতি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা খল–অভিনেতা হিসেবে স্টেট নন্দি পুরস্কার পেয়েছেন তারকা রত্ন।.
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন।.
এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: